ক্র: নং | প্রদেয়সেবা | সেবাগ্রহীতা | সেবাপ্রাপ্তির জন্য করণীয় | সেবা প্রদানকারীর করণীয় | কার্য সম্পাদনের সময়সীমা | মত্মব্য |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
০১ | ১.উপজেলা দূর্যোগব্যবস্থাপনা কমিটি গঠন। | উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তা, বেসরকারী প্রতিষ্ঠানেরকর্মকর্তা, উইনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। | করণীয়নেই | নির্দেশনা ও নীতিমালা মোতাবেক কমিটি গঠন করতে হবে। | ১ জুলাই | |
২.উপজেলা গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষনাবেক্ষন কমিটি গঠন। | ||||||
৩.ভিজিএফ কমিটিগঠনও পূনঃগঠন। | ||||||
৪.প্রকল্প বাস্তবায়নকমিটিগঠন। | ||||||
০২ | সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন। | এলাকার দূঃস্থ, অসহায় জনগণ এবংস্থানীয় সাধারণ জনগণ। | সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়। | কর্মসূচী আরম্ভ করার পূর্বে পরিপত্র মোতাবেক উপকারভোগীদের তালিকা তৈরী করতে হবে। | ১৫দিন | |
০৩ | গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) কর্মসূচীর প্রকল্প প্রণয়ণ। | এলাকারসাধারণজনগণএবংইউনিয়নপরিষদেরচেয়ারম্যানও সদস্যবৃন্দ। | সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ কার্যালয়। | প্রকল্পবাস্তবায়নেরজন্যবরাদ্দপাওয়ারপরপ্রকল্পেরপ্রাক্কলনতৈরীকরতেহবে। | ১৫দিন | |
০৪ | গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টি.আর) কর্মসূচীর প্রকল্প প্রণয়ণ। | এলাকার সাধারণ জনগণ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। | সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ কার্যালয়। | প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ পাওয়ার পর প্রকল্পের প্রাক্কলন তৈরী করতে হবে। | ১৫দিন | |
০৫ | অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচী। | এলাকার অতিদরিদ্র বেকার জনগোষ্ঠীর বেকারতব দূরীকরণ, ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং গ্রামীন অবকাঠামো উন্নয়ন। এলাকার সাধারণ জনগণ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। | সংশ্লিষ্ট ইউ.পি, ইউনিয়ন অদকক কমিটি, উপজেলা অদকক কমিটি। | প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ পাওয়ার পর প্রকল্পের প্রাক্কলন তৈরী করতে হবে। | ১ম পর্যায়ঃ ০৪অক্টোবর -৩০নভেম্বর, মোট ৪০দিন ।২য় পর্যায়ঃ০১মার্চ -৩০এপ্রিল, মোট ৪০দিন । | |
০৬ | ভিজিএফ কর্মসূচী। | দূঃস্থ ও দরিদ্র জনসাধারণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত, শিশুদের পুষ্টি অবনতিরোধ, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ জনসাধারণের খাদ্য সহায়তা প্রদান। | সংশ্লিষ্ট ইউ.পি, ইউনিয়ন ভিজিএফ কমিটি, উপজেলা ভিজিএফ কমিটি। | বিশেষ সময়ের জন্য সুবিধাভোগী নির্বাচনের পর বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি কর্তৃক খাদ্যশষ্য বিতরণ নিশ্চিত করা হয়। বিতরণকালে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপস্থিত থাকেন। | পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, শারদীয় দূর্গাপূজা, দূর্যোগ পরিস্থিতি, মঙ্গা, ইত্যাদী বিশেষ সময়ের জন্য। | |
০৭ | জি.আর চাল/ক্যাশ/গৃহ নির্মাণবাবদ মঞ্জুরী। | ১.প্রাকৃতিক দূর্যোগেক্ষতিগ্রস্থ, দূঃস্থব্যক্তি/পরিবারকেতাৎক্ষনিকসাহায্যহিসেবেপ্রদান।২.প্রাকৃতিক দূর্যোগে, লঞ্চ, নৌকা, যানবাহন, কেমিকেল, অগ্নিকান্ড, বজ্রপাত, সাপেকাঁটাইত্যাদীদূর্ঘটনায়আহতদেরএবংনিহতপরিবারকে।৩.এতিমখানা, লিল্লাহবোর্ডিং, অনাথআশ্রম, ইসালেছাওয়াব, ওরশমাহফিল, নামযজ্ঞঅনুষ্ঠান, কঠিনচিবরদান, হরিসভাইত্যাদীধর্মীয়অনুষ্ঠানেআগতদেরআহার্যহিসেবে। | সংশ্লিষ্টমুহুর্তে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা প্রশাসকের কার্যালয়। | বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক খাদ্যশষ্য বিতরণ নিশ্চিত করা হয়। বিতরণকালে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপস্থিত থাকেন। | প্রয়োজনীয় মুহুর্তে। | |
০৮ | ঢেউটিন | ১.ঘূর্ণিঝড়/অগ্নিকান্ড/বন্যা/নদীভাঙ্গন /জলোচ্ছাস/ভুমিকম্প ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ এবং সম্পূর্নভাবে ধবংসপ্রাপ্ত বাসগৃহ /স্ব-নির্মিত দোকানের/ওয়ার্কশপের / সামাজিক প্রতিষ্ঠান মেরামতের জন্য। | সংশ্লিষ্ট মুহুর্তে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা প্রশাসকের কার্যালয়। | বিশেষ সময়ের জন্য সুবিধাভোগী নির্বাচনের পর বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি কর্তৃক ঢেউটিন বিতরণ নিশ্চিত করা হয়। বিতরণকালে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপস্থিত থাকেন। | প্রয়োজনীয় মুহুর্তে। | |
০৯ | গ্রামীণ রাস্তায় ছোট ছোট (১২মিটার পর্যমত্ম) সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প। | গ্রামীণ এলাকার সাধারণ জনগণের যাতায়াতের জন্য গুরম্নত্বপূর্ন রাস্তাগুলোর গ্যাপ সংযোগের নিমিত্ত সেতু/কালভার্ট নির্মাণ। | সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ কার্যালয়। | প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ পাওয়ার পর পরিপত্রের নির্দেশনা অনুযায়ী পিপিআর অনুসরণ করতঃ প্রকল্প বাসত্মবায়ন করা। | এপ্রিল মাস। | |
১০ | বন্যা/সাইক্লোন শেল্টার সেন্টার নির্মাণ। | দূর্যোগ প্রবন, উপকুলীয় অঞ্চল ইত্যাদি এলাকায় দূর্যোগকালীন মুহুর্তে আশ্রয় গ্রহন করা এবং সাধারণ সময়ে স্কুল ভবন হিসেবে ব্যবহার ও রক্ষনাবেক্ষন করা। | সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ কার্যালয়। | প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ পাওয়ার পর পরিপত্রের নির্দেশনা অনুযায়ী পিপিআর অনুসরণ করতঃ প্রকল্প বাসত্মবায়ন করা। | এপ্রিল মাস। | |
১১ | দূর্যোগজনীত ঝুঁকিহ্রাস কর্মসূচী | - | - | - | - | কার্যক্রমস্থগিতরয়েছে। |
১২ | উপজেলা এবং ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রশিক্ষন প্রদান। | ১.ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি।২.উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি।৩.বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী/অভিবাবক/ এসএমসি’র সদস্যদের/ গ্রামীন ঝুঁকিপূর্ন জনসাধারণ। | সংশ্লিষ্টইউনিয়নপরিষদএবংউপজেলাপরিষদকার্যালয়ও উপজেলারদায়িত্বপ্রাপ্তএনজিও। | দূর্যোগপূর্ব যথাযথ প্রস্তুতি গ্রহন, দূর্যোগকালীন সফলতার সাথে মোকাবেলা এবং দূর্যোগ পরবর্তী পূনর্বাসন ও পূনর্গঠন। | সারাবছর/ প্রয়োজনীয় মুহুর্তে। | |
১৩ | Early Warning System | ’’ | ’’ | ’’ | ||
১৪ | Signal Dissemination | ’’ | ’’ | ’’ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস